Posts

Showing posts with the label G-Cam

G Cam কি ? যেকোনো মোবাইলে G Cam কিভাবে ইনষ্টল করা যাবে।

Image
 G-cam এমন একটা অ্যাপ্লিকেশন যা সমস্ত ক্যামেরা প্রেমী বা যারা ফটো প্রেমী মানুষ তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল গুলিতে এই অ্যাপ্লিকেশন টি সাপোর্ট না নেবার কারণে তা একটু চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।      বর্তমানে G cam বা গুগল ক্যামেরা এমন একটি চাহিদার বিষয় হলে দাড়িয়েছে, যার কারণে নানান ডেভেলপার এই গুগল ক্যামেরা কে অন্যান্য মোবাইল কিভাবে ইনস্টল করা যায় তা নিয়ে গবেষণা শুরু করেছে। এমনকি এখন প্রায় সকল মোবাইল এ এই গুগল ক্যামেরা টি সাপোর্ট করতে শুরু করেছে। G Cam কি ? যেকোনো মোবাইলে G Cam কিভাবে ইনষ্টল করা যাবে।    বর্তমান সময়ে প্রায় সকল মোবাইল গুলিতে তিনটি বা সর্বাধিক চারটি করে ক্যামেরার লেন্স যুক্ত করা হয় ফটো কোয়ালিটিকে উন্নত মানের করে তোলার জন্য। প্রতিযোগিতার বাজারে এই বিষয়টি বর্তমানে খুব গুরুত্ব পেয়েছে যে কোন কোম্পানি বেশি সংখ্যায় ক্যামেরা দিচ্ছে।     10000 টাকার মধ্যে পাওয়া কিছু মিড রেঞ্জের মোবাইলে আজকাল খুব সহজেই তিনটি, চারটি ক্যামেরা দেখতে পাওয়া যায়। এখানে ওয়াইড অ্যাঙ্গেল, ডেপথ সেন্সর, ও ব্লার সেন্সর ইত্যাদি দেখতে পাওয়া যায়