পৃথিবীর ‘নৃশংসতম’ সেলফি!
সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যতম ভাইরাল এখন বিশেষজ্ঞরা তো বরাবরই বলে আসছেন স্রেফ মানসিক একটি রোগ এটি তবুও কে শোনে কার কথা সেলফি যেন ভয়ানক ম্যানিয়া ; কিছু মানুষের মাঝেতো মহামারী আকারেই ছড়িয়ে পরেছে কোন সন্দেহ নেই ইতোপূর্বে সেলফি নামক এই ম্যানিয়ার ‘ভয়ানক শিকার ‘ হয়েছেন মৃত/অর্ধমৃত মানুষ, এমনকি বাচার জন্য আপ্রান চেষ্টাকারী অসহায় মানুষ পর্যন্ত চুড়ান্ত বিপদে কাউকে না বাচিয়ে সেলফি তুলে খবরের শিরোনাম একই সাথে নিন্দিত হয়েছেন অনেক সেলফি পাগল মা-বাবার মরদেহের সঙ্গে সেলফি, মৃতদেহ কবর থেকে তুলে তার সঙ্গে সেলফি– এমন আরো কত‘অসুস্থ সেলফিস’দের কাহিনী শুনেছে বিশ্বসেই তালিকায় সর্বশেষ সংযোজন প্রেমিকাকে খুন করে মৃতদেহের সঙ্গে সেলফি! সেলফি তুলতে গিয়ে ভয়াবহ মৃত্যুর শিকার হয়েছেন এমন ঘটনাও আমাদের জানা সেই তালিকা আরও দীর্ঘ করতে এবার বিকৃতমনা এক সেলফি পাগল প্রেমিকের সেলফি ম্যানিয়ার শিকার হল তার মৃত প্রেমিকা ! প্রেমিকাকে খুন করে তার মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং খুনের অভিযোগে অবশ্য গ্রেফতারও হয়েছে ঐ যুবক এবার সব সেলফি পাগলামোর ঘটনাকে পেছনে ফেলে বিস্ময়কর এই ঘটনাটি ঘটিয়েছে চীনের এক যুবক প...