Posts

Showing posts from October, 2022

MBps এবং Mbps এর মধ্যে পার্থক্য এবং ওয়াই-ফাই এর স্পিড কম পাওয়ার কারণ

Image
ব্রডব্যান্ড ইন্টারনেট, যেটাকে আমরা ওয়াইফাই হিসেবে চিনে থাকি। যেখানে ওয়াই-ফাই ব্যবহার করার ক্ষেত্রে কোন লিমিট নেই এবং এখানে আনলিমিটেড ভাবে মোবাইল অপারেটর এর চাইতে অনেক দ্রুতগতির ইন্টারনেট স্পিড পাওয়া যায়। এক্ষেত্রে আমরা যদি কোন প্রত্যন্ত অঞ্চলেও থাকি সে ক্ষেত্রেও সেখানেও শহর অঞ্চলের মতো একই স্পিড পাওয়া সম্ভব। এক্ষেত্রে আমাদের মোবাইল অপারেটরদের কাছ থেকে নেওয়া ইন্টারনেট এর মত ভোগান্তি পোহাতে হয় না। যেখানে আমরা পাই অনেক দ্রুত গতির ইন্টারনেট। তবে আমাদের ব্রডব্যান্ড ইন্টারনেট নেওয়ার ক্ষেত্রে একটি সমস্যা হয়ে দাঁড়ায়, আর সেটি হচ্ছে নির্ধারিত স্পিড না পাওয়া। আমরা যখন ওয়াইফাই নেই তখন আমাদের বলা থাকে যে, এটি 20 এমবিপিএস কিংবা 50 এমবিপিএস এর ইন্টারনেট লাইন। অর্থাৎ, আপনি যে ইন্টারনেট নিয়েছেন সেটির স্পিড 20 এমবিপিএস। এভাবে করে আপনি হয়তোবা 5mbps কিংবা 10mbps ইন্টারনেট লাইন নিয়ে থাকবেন। কিন্তু এ ক্ষেত্রে সমস্যা হয়ে দাঁড়ায় যে, আপনি আর সেই স্পিড পান না। বন্ধুরা আজকের এই আলোচনার এর মাধ্যমে আমি আমাদেরকে এই বিষয়টিকেই বলার চেষ্টা করব যে, ৫ এমবিপিএস কিংবা ১০ এমবিপিএস ইন্টারনেট লাইন নেওয...

Black Adam (2022) Dual Audio [Hindi & ENG] HQ HDCAM [New Super Clean Hall Print] 480p, 720p & 1080p | GDRive

Image
Shazam | Death Adam (2022)Nearly 5,000 years after he was bestowed with the almighty powers of the Egyptian gods—and imprisoned just as quickly—Black Adam is freed from his earthly tomb, ready to unleash his unique form of justice on the modern world. Download Now