Posts

Showing posts from January, 2023

পছন্দনীয়/গোল্ডেন নাম্বার কি ??

Image
নির্দিষ্ট প্যাটার্ন সম্বলিত নম্বরসমূহকে Cherish/Golden Number বলা হয়ে থাকে। ইতিপূর্বে দেখা গেছে যে শুধুমাত্র সুপরিচিত, সমাজের প্রতিষ্ঠিত এবং অপারেটর সমূহের সাথে সম্পর্কিত (Connected) ব্যক্তিগণ এই ধরনের নম্বর পেয়ে থাকেন। সাধারণ জনগণও যাতে ইচ্ছা অনুযায়ী Cherish/Golden Number ক্রয় করতে পারে সেজন্য বিটিআরসি হতে Cherish/Golden Number সমূহের প্যাটার্ন এবং বিক্রয় সংক্রান্ত নির্দেশনা মোবাইল অপারেটর সমূহকে প্রদান করা হয়েছে। যে কোন গ্রাহক সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার এগিয়ে Cherish/Golden Number প্রাপ্তির আবেদন করতে পারেন। এছাড়াও ইতোপূর্বে লক্ষ্য করা গেছে কিছু অসাধু ব্যবসায়ী উচ্চমূল্যে এধরণের নম্বর বিক্রয় করে থাকে যা আইনত দন্ডনীয় অপরাধ। গ্রাহকগণ যেন নির্দিষ্ট কাস্টমার কেয়ার সেন্টার থেকে Cherish/Golden Number ক্রয় করতে পারে সে লক্ষ্যে কমিশন হতে এ সংক্রান্ত দিক নির্দেশনা মোবাইল অপারেটরদের প্রদান এবং Cherish/Golden Number বরাদ্দের অনুমতি প্রদান করা হয় ।   সেবা গ্রহণ পদ্ধতিঃ  ধাপ-১: গ্রাহকগণ যে অপারেটর এর Cherish/Golden Number গ্রহণ করতে ইচ্ছুক সেই অপারটর এর কাস্টমার কেয়ার...