পছন্দনীয়/গোল্ডেন নাম্বার কি ??





নির্দিষ্ট প্যাটার্ন সম্বলিত নম্বরসমূহকে Cherish/Golden Number বলা হয়ে থাকে। ইতিপূর্বে দেখা গেছে যে শুধুমাত্র সুপরিচিত, সমাজের প্রতিষ্ঠিত এবং অপারেটর সমূহের সাথে সম্পর্কিত (Connected) ব্যক্তিগণ এই ধরনের নম্বর পেয়ে থাকেন। সাধারণ জনগণও যাতে ইচ্ছা অনুযায়ী Cherish/Golden Number ক্রয় করতে পারে সেজন্য বিটিআরসি হতে Cherish/Golden Number সমূহের প্যাটার্ন এবং বিক্রয় সংক্রান্ত নির্দেশনা মোবাইল অপারেটর সমূহকে প্রদান করা হয়েছে। যে কোন গ্রাহক সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার এগিয়ে Cherish/Golden Number প্রাপ্তির আবেদন করতে পারেন। এছাড়াও ইতোপূর্বে লক্ষ্য করা গেছে কিছু অসাধু ব্যবসায়ী উচ্চমূল্যে এধরণের নম্বর বিক্রয় করে থাকে যা আইনত দন্ডনীয় অপরাধ। গ্রাহকগণ যেন নির্দিষ্ট কাস্টমার কেয়ার সেন্টার থেকে Cherish/Golden Number ক্রয় করতে পারে সে লক্ষ্যে কমিশন হতে এ সংক্রান্ত দিক নির্দেশনা মোবাইল অপারেটরদের প্রদান এবং Cherish/Golden Number বরাদ্দের অনুমতি প্রদান করা হয় ।
 
সেবা গ্রহণ পদ্ধতিঃ 
ধাপ-১: গ্রাহকগণ যে অপারেটর এর Cherish/Golden Number গ্রহণ করতে ইচ্ছুক সেই অপারটর এর কাস্টমার কেয়ার এ NID এর কপি সহ আবেদন করবে।
ধাপ-২: মোবাইল অপারেটর গ্রাহক হতে প্রাপ্ত আবেদন বিটিআরসির নিকট নির্ধারিত ফরম্যাট অনুসারে প্রেরণ করবে।
ধাপ-৩: প্রাপ্ত আবেদন যাচাই-বাচাই করতঃ বিটিআরসি অনুমোদন প্রদান করতে।
ধাপ-৪: বিটিআরসির অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট অপারেটর গ্রাহকের সিমটি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Gunship Battle-3D Game Hack