বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?
এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে আমাদের বৈদ্যুতিক ফ্যানের কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা জেনে নিতে হবে। সর্বাগ্রে দেখা যাক বৈদ্যুতিক ফ্যান ঘোরে কীভাবে: একটি ফ্যানে একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি ফ্যানের সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই ফ্যানটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়। সুতরাং, একটি ফ্যানের ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি ফ্যানের ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যতো বাড়বে, পাখার গতিও ততোটাই বাড়বে। এখন, বিভিন্ন রেগুলেটর ও তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাক: এই মুহূর্তে, বাজারে মোটামুটি ২ ধরনের রেগুলেটর পাওয়া যায় — ইলেকট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে ফ্যানের ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন ফ্যানের ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবর...