বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথমে আমাদের বৈদ্যুতিক ফ্যানের কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা জেনে নিতে হবে।

সর্বাগ্রে দেখা যাক বৈদ্যুতিক ফ্যান ঘোরে কীভাবে:
একটি ফ্যানে একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি ফ্যানের সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই ফ্যানটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।

সুতরাং, একটি ফ্যানের ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি ফ্যানের ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যতো বাড়বে, পাখার গতিও ততোটাই বাড়বে।

এখন, বিভিন্ন রেগুলেটর ও তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাক:
এই মুহূর্তে, বাজারে মোটামুটি ২ ধরনের রেগুলেটর পাওয়া যায় —

ইলেকট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে ফ্যানের ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন ফ্যানের ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে ফ্যানের গতিও কমে যায়। কিন্তু এর ফলে ফ্যানের ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে ফ্যানের গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।
ইলেকট্রনিক্স রেগুলেটর (Electronic Regulator): এই রেগুলেটরগুলিতে ফ্যানের ভোল্টেজ হ্রাস করার জন্য মূলতঃ ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্তণ করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। এইগুলি কখনই গরম হয়ে ওঠে না, ফলে ফ্যান যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণত ইলেকট্রনিক্স রেগুলেটরগুলি ইলেকট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুতসাশ্রয়ী।
তাই পরিশেষে বলা যায়, বৈদ্যুতিক ফ্যান কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেক্ট্রিক রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক্স রেগুলেটর ব্যবহৃত হবে।

ইলেকট্রিক রেগুলেটর—



ইলেকট্রনিক্স রেগুলেটর—

Comments

Popular posts from this blog

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Gunship Battle-3D Game Hack