রুট কি ? রুট করলে লাভ বা ক্ষতি কি ? বুটলোডার কি?? কাষ্টম রম কি???
যারা এন্ড্রয়েড ডিভাইস ইউজ করেন তাদের প্রায় সবারই Root শব্দটার সাথে পরিচয় আছে। কিন্তু বেশিরভাগ লোকেই এ সম্বন্ধে ভালোভাবে বুঝেনা। তাই রুট করতে গিয়ে এবং রুট করার পর অনেক ভুলভাল কাজ করে। যার ফলে ডিভাইস ব্রিক হয় এবং ফলশ্রুতিতে বলা হয় যে, রুট করলে ফোনের ক্ষতি হয়। অনলাইনে ছেড়া ছেড়া লাখ লাখ পোস্ট পাবেন রুট নিয়ে। কিন্তু সঠিক মতামত, পদ্ধতি ও পরামর্শ নিয়ে কমপ্লিট কোনো পোস্ট নেই। এই লাইনে নতুন হলে বা এক্সপার্ট না হলে এই আর্টিকেল আপনার জন্য অবশ্যপাঠ্য। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই বলি– রুট কী? আপনি যখন ডিকশনারিতে Root লিখে সার্চ দিবেন, তখন এর অর্থ পাবেন গাছের শেকড় বা মূল। কিন্তু লিনাক্সের (এন্ড্রয়েড হলো লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম) জগতে এর ব্যাখ্যা কিছুটা ভিন্ন। এখানে রুট অর্থ বুঝায় Administrator বা প্রশাসকের ক্ষমতা। অর্থাৎ, রুট হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ডিভাইসের মালিক ঐ ডিভাইসের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহারের অনুমতি পায়। রুট কেনো? Root শব্দের অর্থের (মূল) সাথে এর কাজের ও মিল রয়েছে। সাধারণত আমরা যখন এন্ড্রয়েড ডিভাইস ইউজ করি, তখন এর বাইরের ফাইলগুলো দেখতে পাই। ...