পৃথিবীর ‘নৃশংসতম’ সেলফি!
সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যতম ভাইরাল এখন বিশেষজ্ঞরা তো বরাবরই বলে আসছেন স্রেফ মানসিক একটি রোগ এটি তবুও কে শোনে কার কথা সেলফি যেন ভয়ানক ম্যানিয়া ; কিছু মানুষের মাঝেতো মহামারী আকারেই ছড়িয়ে পরেছে কোন সন্দেহ নেই ইতোপূর্বে সেলফি নামক এই ম্যানিয়ার ‘ভয়ানক শিকার ‘ হয়েছেন মৃত/অর্ধমৃত মানুষ, এমনকি বাচার জন্য আপ্রান চেষ্টাকারী অসহায় মানুষ পর্যন্ত চুড়ান্ত বিপদে কাউকে না বাচিয়ে সেলফি তুলে খবরের শিরোনাম একই সাথে নিন্দিত হয়েছেন অনেক সেলফি পাগল মা-বাবার মরদেহের সঙ্গে সেলফি, মৃতদেহ কবর থেকে তুলে তার সঙ্গে সেলফি– এমন আরো কত‘অসুস্থ সেলফিস’দের কাহিনী শুনেছে বিশ্বসেই তালিকায় সর্বশেষ সংযোজন প্রেমিকাকে খুন করে মৃতদেহের সঙ্গে সেলফি! সেলফি তুলতে গিয়ে ভয়াবহ মৃত্যুর শিকার হয়েছেন এমন ঘটনাও আমাদের জানা সেই তালিকা আরও দীর্ঘ করতে এবার বিকৃতমনা এক সেলফি পাগল প্রেমিকের সেলফি ম্যানিয়ার শিকার হল তার মৃত প্রেমিকা ! প্রেমিকাকে খুন করে তার মৃতদেহের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং খুনের অভিযোগে অবশ্য গ্রেফতারও হয়েছে ঐ যুবক এবার সব সেলফি পাগলামোর ঘটনাকে পেছনে ফেলে বিস্ময়কর এই ঘটনাটি ঘটিয়েছে চীনের এক যুবক প্রেমিকাকে খুন করে শুধু সেলফি তুলে ক্ষান্ত হয়নি সেই পাগল প্রেমিক, প্রথমে ছবিতে দেখা যায়, ঘরের মেঝেতে মৃত প্রেমিকার সঙ্গে শুয়ে আছে যুবক দ্বিতীয় ছবিতে দেখা যায়, ঘরের মেঝেয় মাদুর পাতাপাশে রাখা হয়েছে দুটি ছাতা এবং তার পাশে একটি হাতকরাতসে আবার সেই সেলফির ওপর ক্যাপশনও দিয়েছে ‘আমার স্বার্থপর প্রেমকে ক্ষমা করে দিও’বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে এটিই ‘পৃথিবীর নৃশংসতম’ সেলফি! ডেইলি মিরর’র প্রকাশিত খবর অনুযায়ী, গ্রেফতার হওয়া সেই যুবকের নাম কিন এবং মৃত প্রেমিকার নাম লিনদুজনের মধ্যে সামান্য কারণে ঝগড়া হয়ক্ষিপ্ত হয়ে প্রেমিকাকে খুন করে বসে কিনতারপর প্রেমিকার লাশের সামনে দাঁড়িয়ে সেলফিও তোলেআবার সোশ্যাল মিডিয়ায়া সেই ছবির সঙ্গে কিন আরেকটি ছবিও পোস্ট করে, যেখানে একসঙ্গে দুজনকে মজা করতে দেখা গিয়েছেদুটি ছবিই সে সোশ্যাল মিডিয়ায় তুলে দেয়এই ছবি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ওঠে সমালোচনার ঝড়টনক নড়ে প্রশাসনের যুবক অবশ্য পালিয়েছিলো কিন্তু শেষ অবধি ধরা পরতেই হল তাকে দক্ষিণ চীনের গুয়ানাক্সি প্রদেশের উঝাউয়ের পুলিশ তারপরই সেই ব্যক্তির খোঁজ শুরু করেটানা ন ঘন্টা তল্লাশি চালানোর পর তাকে গ্রেফতার করা হয়তবে ঠিক কী কারণে লিনকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছু জানায়নি পুলিশ যারা স্মার্টফোনে বার বার নিজের ছবি তুলে দেখেন? গবেষকেরা সতর্ক করে বলছেন, স্মার্টফোন সেলফি তোলার এই অভ্যাস ভয়ংকর বিপদজনক হতে পারেমার্কিন গবেষকেরা দাবি করেছেন, অতিরিক্ত সেলফি তোলার অভ্যাসের সঙ্গে মানসিক ব্যাধির সম্পর্ক থাকতে পারেনিজের চেহারা প্রতি আকর্ষণ অনুভব করা মানসিক স্বাস্থ্যকে ঝুঁকির লক্ষন হিসেবেই চিহ্নিত করা হয়েছে
Comments
Post a Comment