যে ১০টি কারণে পুরুষদের শেভ (Shave ) করা উচিত নয়

শেভ (Shave )মানে মুখের দাড়ি পরিষ্কার করাআমরা কিছু পুরুষ আছি যারা কিচুদিন পর পর শেভ (Shave )করে থাকি কিন্ত এই ঘন ঘন শেভ (Shave ) করা কিন্ত একবারে ঠিক নয় পুরুষদের দাড়ি রাখা আজকাল ফ্যাশনে পরিণত হয়ে গেছেভিন্ন ধরণের স্টাইলিশ ও ফ্যাশনেবল লুক পেতে ছেলেদের দাড়ি রাখার আইডিয়াটা মন্দ না এছাড়াও দাড়ি রাখার বেশ কিছু উপকারিতাও রয়েছেআসুন তবে সেগুলো জেনে নেওয়া যাক: ১দাড়ি না কেটে আপানি নিজের একটি ঝাপসা, সাহসী এবং আকর্শনীয় ফেস তৈরি করতে পারেন ২নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার পর তারা পুরুষদের আরও বেশি আকর্ষণীয় হয়ে হয়ে উঠেতে স্টাইলিশ দাড়ি রাখার প্রস্তাব করেছে ৩বস্টন বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা অনুযায়ী একজন মানুষ তার জীবনের প্রায় ১৩৯ দিন দাড়ি কাটতে গিয়ে অপচয় করে ফেলেআপনি যদি একজন সময় সচেতন মানুষ হয়ে থাকেন তাহলে আজই দাড়ি কাটা বন্ধ করে দিন ৪পুরুষদের মধ্যে যাদের ধুলো ময়লা এবং রোদে অ্যালার্জি রয়েছে তাদের জন্য দাড়ি রাখা অনেক উপকারীএতে করে মুখের ত্বক সরাসরি ধুলো-বালি এবং রোদের সংস্পর্শে আসে না ৫দাড়ির আরও অনেক স্বাস্থ্য উপকারিতা আছেসরাসরি রোদ ত্বকে লাগা, শেভ করার সময় ও শেভ করার পর নানা ধরণের কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট ব্যবহার করা ইত্যাদি স্কিন ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় ৬অনেকের ত্বক খুব সেনসিটিভ হয়ে থাকেতারা যদি বারবার শেভ করেন তাহলে ত্বকের সেনসিটিভিটির কারণে শেভিং র্যা শের সৃষ্টি হয়দাড়ি রাখার অভ্যাস এই সমস্যা থেকে মুক্তি দেবে ৭পুরুষদের ক্ষেত্রে ডারম্যাটোলজিস্টগণ স্কিন ক্যান্সারথেকে রক্ষা পেতে দাড়ি রাখার পরামর্শ দিয়ে থাকেন ৮পুরুষের ত্বকেও ব্রণওঠে থাকেশেভ করার প্রোডাক্ট ও ধুলো-বালি এই সমস্যা আরও বাড়িয়ে তোলেযারা দাড়ি রাখেন তারা নিয়মিত দাড়ির যত্ন নিলে এই ধরণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন খুব সহজেই ৯যারা দাড়ি রাখেন অথ্যাৎ শেভ (Shave ) করেন নাতাদের ত্বকে বয়সের ছাপ ধীরে পড়েডারম্যাটোলজিস্ট ডঃ অ্যাডাম ফ্রাইডম্যান বলেন, ‘মুখের ত্বক দাড়ি দিয়ে ঢাকা থাকার ফলে সূর্যের আলোর মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকা সম্ভব হয় ১০শেভ (Shave ) করলে পুরুষদের অনেকটা শিশুর মত দেখায়, যা আপনি ননঅনেকটা স্কুলের বালকের মতো চেহারা

Comments

Popular posts from this blog

YouTube Premium Magisk Module

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?