ষষ্ঠ শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ঃ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান



ষষ্ঠ শ্রেণির বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ঃ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান
নামঃ শিক্ষার্থীর নাম 
শ্রেণিঃ
শাখাঃ
রোলঃ
 এলাকার ভৌগলিক উপাদান, সামাজিক উপাদান ও উৎপাদন পদ্ধতির পরিবর্তন সম্পর্কে এলাকার মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ
উপরোক্ত কার্যক্রম সম্পন্ন করতে আমরা কিছু ধাপ অনুসরন করে প্রশ্নগুলোর উত্তর সংগ্রহের চেষ্টা করবো।
তথ্য সংগ্রহের জন্য আমরা আগামীকাল এলাকার শিক্ষক,জন প্রতিনিধি, এলাকার সাধারণ মানুষ ও গ্রামের প্রবীন মুরব্বিদের কাছে যাবো।
এইজন্য এলাকার মধ্যে ১০-১২ জন লোকের তালিকা করলাম।
তাদের কাছ থেকে আমরা আমাদের প্রশ্নগুলোর উত্তর জানার চেষ্টা করবো।
পরেরদিন আমরা সবাই মিলে তালিকা অনুযায়ী তাদের কাছে গেলাম।
তথ্য সংগ্রহের সুবিধার জন্য আমরা আমাদের প্রশ্নগুলো তিনটি ধাপে ভাগ করে নিলাম।
১. ভৌগলিক উপাদানঃ
প্রশ্ন গুলো হলোঃ
০১. এলাকায় কোন কোন নদী ছিলো?
০২. কোন কোন নদী শুকিয়ে গিয়েছিলো?
০৩. কোন কোন নদীর গতিপথ পরিবর্তন হয়েছিলো?
০৪. কোন নদীর গভীরতা হ্রাস বা বৃদ্ধি পেয়েছিলো?
০৫. অতীতে কোন কোন নদীর প্রবাহের হার হ্রাস বা বৃদ্ধি পেয়েছিলো?
০৬. কোন কোন পশুপাখি বিলুপ্ত হয়ে গিয়েছিলো?
০৭. কোন কোন নতুন পশুপাখি এলাকায় এসেছিলো?
০৮. পশুপাখির পরিবর্তনের কারণে এলাকার পরিবেশের উপর কি কি প্রভাব ফেলেছিলো?
০৯. অতীতে এলাকায় কোন কোন বন্যপ্রাণী ছিলো?
১০. অতীতে এলাকায় কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিলো।
২. সামাজিক উপাদানঃ
১. অতীতে এলাকার রাস্তাঘাটের অবস্থা কেমন ছিল?
২. রাস্তাঘাটের পরিবর্তনের কারণে এলাকার মানুষের জীবনযাত্রার উপর কি কি প্রভাব ফেলেছিল?
৩. অতীতে এলাকায় রাস্তাঘাটের নির্মাণ সামগ্রী কেমন ছিল?
যানবাহন :
১. অতীতে এলাকায় কোন কোন যানবাহন ছিল?
২. অতীতে এলাকায় যানবাহন চলাচলের হার কেমন ছিল?
৩. যানবাহনের পরিবর্তনের কারণে এলাকার মানুষের জীবনযাত্রার উপর কি কি প্রভাব ফেলেছিল?
বাড়িঘর:
১. অতীতে এলাকায় বাড়িঘর নির্মাণের রীতিনীতি কেমন ছিল?
২. অতীতে এলাকায় বাড়িঘরের নির্মাণ সামগ্রী কেমন ছিল?
৩. বাড়িঘরের পরিবর্তনের কারণে এলাকার মানুষের জীবনযাত্রার উপর কি কি প্রভাব ফেলেছিল?
দোকানপাট :
১. অতীতে এলাকায় কোন কোন দোকানপাট ছিল?
২. অতীতে এলাকায় দোকানপাটের ব্যবসা-বাণিজ্য কেমন ছিল?
৩. দোকানপাটের পরিবর্তনের কারণে এলাকার মানুষের জীবনযাত্রার উপর কি কি প্রভাব ফেলেছিল?

৩. উৎপাদন পদ্ধতি ও প্রকৃতির প্রভাবঃ
১. অতীতে এলাকায় কোন কোন কৃষি পণ্য উৎপাদিত হতো?
২. অতীতে এলাকায় কোন কোন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিলো?
৩. অতীতে এলাকায় কোন কোন শিল্প কারখানা ছিলো?
৪. অতীতে এলাকায় কোন কোন শিল্প পণ্য উৎপাদিত হতো?
৫. শিল্প প্রযুক্তির উন্নয়নে এলাকায় কি কি পরিবর্তন ঘটেছে?

সংগ্রহ করা তথ্য আমরা নোটে লিপিবদ্ধ করে নিলাম।
পরের দিন আমরা সবাই যার যার তথ্য এক জায়গায় করলাম।
এইসব তথ্য আমরা একটার পরে একটা সাজালাম।
তথ্য বিশ্লেষণের মাধ্যমে আমরা অধিকতর গ্রহনযোগ্য তথ্য আলাদা করে লিপিবদ্ধ করলাম।
তথ্য বিশ্লেষণ শেষে আমরা আমাদের প্রশ্নের কাঙ্খিত উত্তর গুলো পেয়ে গেলাম।
আমরা আমাদের তথ্য বিশ্লেষণের পর নিম্নক্ত সিদ্ধান্ত গুলো পেলাম।
ভৌগলিক উপাদান সম্পর্কে তথ্য গুলো হলোঃ 
১.আমাদের এলাকার পাশে অনেক আগে থেকেই একটি পুরনো খরস্রোতা নদী আছে।
২.নদীটি খরস্রোতা হওয়ায় নদীটি শুকিয়ে যায় নি।
৩.নদীর গতিপথ পরিবর্তন হয় নি। অর্থাৎ নদীটি আগের গতিপথেই আছে।
৪.নদীর গভীরতা আগের থেকেও অনেক বেশি হয়েছে।
৫.অতীতের থেকে নদীর প্রবাহের হার বেশি হয়েছে।
৬.এলাকা থেকে কোনো পশু পাখি বিলুপ্ত হয়ে যায় নি।
৭.এলাকা দিন দিন উন্নত হওয়ার পাশাপাশি নতুন প্রজাতির পশু পাখির আগমন ঘটেছে যা ইতিপূর্বে ছিলো না।
৮.উন্নত ও নতুন প্রজাতির পশু পাখির আগমনে এলাকার জীবনযাত্রার মান পরিবর্তন ঘটেছে।
৯.এলাকায় ঘন বন জঙ্গল না থাকায় এলাকায় তেমন বন্য প্রাণীর আনাগোনা লক্ষ করা যায় নি।
১০.অতীতে এলাকায় অনেক বার প্রাকৃতিক দুর্যোগ হয়েছিলো।২০০৭ সালে সিডর মারাত্মক ক্ষতি করেছিলো।
সামাজিক উপাদান সম্পর্কে তথ্য গুলো হলোঃ 
১.অতীতে এলাকায় কাঁচা মাটির রাস্তা ছিলো।
২.রাস্তাঘাটের পরিবর্তনের ফলে যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে।
৩.অতীতে চলাচলের রাস্তা কাঁচা মাটি দিয়ে তৈরি করা হতো।
যানবাহনঃ
১.অতীতে এলাকায় ঠেলাগাড়ি এবং রিক্সার প্রচলন ছিলো।
২.বর্ষার মধ্যে যানবাহন চলাচল বন্ধ থাকতো।
৩.যানবাহন পরিবর্তনের ফলে এলাকার সার্বিক পরিবর্তন ঘটেছে।
বাড়িঘরঃ
১.অতীতে এলাকায় ছন, বাঁশ ও কাঠ দিয়ে বাড়িঘর তৈরি করা হতো।
২.অতীতে ঘরবাড়ি নির্মাণ সামগ্রী অপ্রতুল ছিলো।
৩.বাড়িঘর নির্মান সামগ্রী পরিবর্তনের ফলে এলাকায় এখন বিল্ডিং ঘর তৈরির মাধ্যমে উন্নত জীবনযাপনের ব্যবস্থা হয়েছে।
দোকানপাটঃ
১.অতীতে এলাকায় সচরাচর দোকানপাট ছিলো না।
২.অতীতে এলাকায় দোকানপাট না থাকায় ব্যবসা বানিজ্যের সুযোগ কম ছিলো।
৩.দোকানপাটের পরিবর্তনের ফলে এখন সচরাচর দোকানপাট হওয়ায় মানুষের জন্য ব্যবসা বানিজ্যের প্রসার ঘটেছে।
উৎপাদন পদ্ধতি ও প্রকৃতির প্রভাব সম্পর্কে তথ্য গুলো হলোঃ
১.অতীতে এলাকায় ধান এবং কিছু সবজি চাষ হতো।
২.এলাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিলো।সিডর,বন্যা সহ নানা দূর্যোগ ছিলো।
৩.অতীতে আমাদের এলাকায় কোনো শিল্প কারখানা ছিলো না।
৪.অতীতে এলাকায় কোনো শিল্প কারখানা না থাকায় কোনো শিল্প পন্য উৎপাদন হতো না।
৫.বর্তমানে এলাকার সার্বিক উন্নয়নের ফলে এলাকায় শিল্প কারখানার প্রসার ঘটেছে।
যার মাধ্যমে এলাকার ব্যাপক পরিবর্তন ঘটেছে।
উপরোক্ত ধাপগুলো অনুসরন করে আমরা আমাদের এলাকা সম্পর্কে একটা ধারনা পেলাম এবং আমরা লক্ষ করলাম সময়ের সাথে সাথে এলাকার ভৌগলিক উপাদান, সামাজিক উপাদান ও উৎপাদন পদ্ধতির ব্যাপক পরিবর্তন ঘটেছে।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Best Custom ROM for Xiaomi Redmi Note 8