ব্রেকিং নিউজ : রাজধানীতে ভিপিএন ও প্রক্সি-সার্ভারসহ ১০ জন আটক! (ভিডিও সহ)

বিশেষ সংবাদাতাঃ গতকাল রাতে রাজধানীতে অবৈধ ভিপিএন ও প্রক্সি-সার্ভারসহ ১০জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ.জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়.এসময় তাদের কাছ থেকে ২১ টি বিদেশী ভিপিএন, ৪৫ টি ধারালো ইউসি ব্রাউজার, ৫০০ রাউন্ড প্রক্সি সার্ভার, ১ হাজারেরও বেশি কমেন্ট ও নগদ ৫০ হাজার লাইক উদ্ধার করা হয়.গোয়েন্দা পুলিশের মিডিয়া উয়িং এর প্রধান এসব তথ্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভিপিএন, প্রক্সিসার্ভার এবং ইউসি ব্রাউজার ব্যবহার করে অবৈধ স্ট্যাটাস, কমেন্ট এবং লাইক তৈরি করত.যা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন নাশকতা মূলককর্মকান্ডে ব্যবহৃত হত.পরে এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে.এদিকে রাজধানীর শনির আখরায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ.নিহত যুবকের শরীরের বিভিন্ন জায়গায় ধারালো লাইকের আঘাতের চিহ্ন ছিল.অপরদিকে মিরপুর দশ নাম্বার গোল চত্ত্বরের কাছে ছিনতাইকারীদের স্ট্যাটাসাঘাতে এক বিকাশ ব্যবসায়ী আহত হয়েছেন.এছাড়া উত্তর বাড্ডায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী কমেন্টের নিচে চাপা পড়ে এক কলেজ ছাত্র নিহত হয়েছে....(Collected) সর্বশেষ খবর অনুযায়ী, গুগল ক্রোমে ফেসবুক ব্যবহারের জন্য ব্রাউজেক এড-অনস জোড়া লাগাতে গিয়ে অজ্ঞাত নামা এক ছেলের হাত কব্জিসহ উড়ে যায়.

Comments

Popular posts from this blog

Wi-fi কিভাবে হ্যাক করা যায়

রুট কি ? রুট করলে লাভ বা ক্ষতি কি ? বুটলোডার কি?? কাষ্টম রম কি???

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?