Wi-fi কিভাবে হ্যাক করা যায়
ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার আসল উপায় আছে কি?
এখন আপনার বন্ধুর দাবিকৃত হ্যাকিং পদ্ধতি হলো সে এমন একটি apps ব্যবহার করছে যেটা কিনা brute-force attack বা dictionary attack এর মাধ্যমে অনবরত ৮ ডিজিটের নম্বার কম্বিনেশনের মাধ্যমে একের পর একটি কী জেনারেট করে চেষ্টা করে কানেক্ট হওয়ার। এই পদ্ধতিতে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে বছরের পর বছরও লেগে যেতে পারে, তবে ওয়াইফাই সিকিউরিটি কিছু নিয়ম ফলো করে হ্যাক করা সম্ভব এবং এগুলি কালি লিনাক্স এর এই টুলসগুলো ব্যবহার করে করতে পারবেন,
✔ Aircrack-ng
✔Reaver
✔Wireshark
✔Fern Wifi Cracker
✔Crunch
উপরের এগুলো ব্যবহার করে ওয়াই-ফাই পাসওয়ার্ড হ্যাক করা সম্ভব তবে এজন্য আপনাকে হ্যাকিং শিখতে হবে কোর্স করে।
সুতরাং আপনি সিরিয়াস ভাবে রাউটার হ্যাক করতে চাইলে হ্যাকিং শিখুন নয়তো নরমাল ভাবে হ্যাক করতে চাইলে সহজ ভাবে মোবাইল সফটওয়্যারের মাধ্যমে চেষ্টা করুন।
° নরমাল ভাবে রাউটারের WPS অন করা থাকলে সেই রাউটারে আট ডিজিটের একটা Pin থাকে।
মূলত রুটেট ফোনে কিছু অ্যাপস বা সফটওয়্যারের মাধ্যমে এই Pin জেনারেট এর মাধ্যমে রাউটার অ্যাটাক করে সফল হলে পাসওয়ার্ড বের হয়।
পুরাতন Tenda রাউটারে সহজে বের করতে পারলেও অন্যান্য রাউটার তুলনামূলক কঠিন।
তবে রাউটারে WPS অফ করা থাকলে কোনো সফটওয়্যার দিয়েই পাসওয়ার্ড ক্রাক করা সম্ভব নয়।
ভিডিওর মাধ্যমে দেখুন...
যেসব রুটেট সফটওয়্যার WPS এর মাধ্যমে কাজ করে তা হলো -
Termux শুধু ইনষ্টল করে কমান্ড দিলেই কাজ করবে না, এরজন্য একে সেটআপ করতে হবে।
Termux কিভাবে সেটআপ করে দেখুন
আবার রুটেট সফটওয়্যার চালাতেও বহু ঝামেলা আছে।
ফোন রুট করতে হয়।
কিভাবে রুট করতে হয় এবং রুটেট ফোনের সুবিধা অসুবিধা জানুন এখানে
Comments
Post a Comment