মনিটর দিয়ে চার্জ হবে ফোন

মনিটর নির্মাতা প্রতিষ্ঠানগুলো বেশ কয়েক বছর ধরেই পর্দায় ছবি দেখানো ছাড়া আরো অন্যান্য সুযোগ-সুবিধাসংবলিত মনিটর নির্মাণের চেষ্টা করছে।যেমন—মনিটরে বিল্ট ইন স্পিকারের ব্যবহার তো এখন হরহামেশাই দেখা যায় কোরিয়ান টেক জায়ান্ট স্যামসাং এবার নিয়ে এলো একেবারেই ভিন্ন এক ধরনের মনিটর।দেখতে আরো ১০টি সাধারণ মনিটরের মতো মনে হলেও এটি সবার থেকে আলাদা।কারণ, এসই ৩৭০ মডেলের এই মনিটর দিয়ে এবার রীতিমতো মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে! তাও কোনো ধরনের তারের সংযোগ ছাড়াই! প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, তারবিহীন এই চার্জ দেওয়ার সুবিধা উপভোগ করতে চাইলে শুধু এই মনিটর থাকলে চলবে না।আপনার লাগবে এমন একটি ডিভাইস, যেটি কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।স্যামসাং গ্যালাক্সি এস৬, গুগলের নেক্সাস৬ কিংবা এলজি জি৩-এর মতো দামি সেটের মালিক হলেই শুধু এই চমৎকার সুবিধা উপভোগ করতে পারবেন আপনি। তবে ওয়্যারলেস চার্জিং ছাড়া মনিটরটির বাকি গুণাগুণও বেশ ভালো যায়।এসই৩৭০ মনিটরটিতে আছে ১৯২০X১০৮০ পিক্সেল রেজ্যুলেশন, রেসপন্স টাইম মাত্র ৪ মিলিসেকেন্ড, ব্রাইটনেস ২৫০ সিডি/এমটু আর ১০০০ : ১ কন্ট্রাস্ট রেশিওএ ছাড়া আছে ভার্টিকাল এবং হরাইজন্টালভাবে দেখার জন্য ১৭৮ ডিগ্রি অ্যাঙ্গেল।এতে আছে পিএলএস টাইপ প্যানেল ও এইচডিএমআই, ডিপি এবং ডি-সাবের মতো পোর্টগুলোও ব্যবহার করা যাবে সানন্দেই। মনিটরটি ছাড়া হবে ২৩ দশমিক ৬ ইঞ্চি ও ২৭ ইঞ্চি, এ দুটি সাইজেমনিটর দুটির স্পেসিফিকেশন প্রায় সব একই থাকবে।যদিও ২৭ ইঞ্চিতে উজ্জ্বলতা খানিক বেশি থাকবে, যা ৩০০ সিডি/এমটু পণ্যটির দাম এবং কবে বের হবে, সে ব্যাপারে অবশ্য এখন পর্যন্ত কিছুই জানা যায়নি।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Best Custom ROM for Xiaomi Redmi Note 8