টাইট পোশাক পরার অপরাধে বোনকে পিটিয়ে হত্যা !

মাধ্যমিক পরীক্ষা শেষে ভালো রেজাল্ট করেই বোনটি মাত্র কলেজে পা রাখলেন।টাইট পোশাক ছিল তার বেশ পছন্দের, তাই তেমন পোশাক পরেই কলেজে যেত বোনটি।কিন্তু বড় ভাইয়ের টাইট পোশাক এ ছিলো ঘোর আপত্তি।এ নিয়ে বোনকে অনেক বার সতর্ক করেছিলেন।বারন করেছে এই পোশাক পরতে।বোন কথা শোনেনি বলেই রাগের মাথায় বোনকে পিটিয়েই মেরে ফেলল ভাই।ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরে জানা যায়, কোলাপুরের অষ্টাদশী ওই কলেজ ছাত্রীর নাম ঐশ্বর্য লাড়।খুব ভালো নম্বর পেয়েই কলেজে ভর্তি হয়েছিল সে।তার কলেজে যাওয়ার টাইট পোশাক নিয়ে কয়েক দিন ধরেই অশান্তি চলছিল তার বড় ভাই ওমকারের সঙ্গে।ওমকারের বিষয়টি সহ্যই হচ্ছিল না।মঙ্গলবার রাতে পরিস্থিতি চরম আকার ধারণ করে। নিহত ঐশ্বর্যর মা জানান, ‘ওই দিন রাতে অনেকক্ষণ ধরেই ঐশ্বর্যর সঙ্গে ঝগড়া করছিল ওমকার।হঠাৎ একটা চিৎকারের আওয়াজে ছুটে গিয়ে দেখি, ঘরের দরজা বন্ধ ভেতর থেকে।দরজা ধাক্কা দিতে ওমকার বেরিয়ে আসে।ঘরে ঢুকে দেখি, ঐশ্বর্য মেঝেতে পড়ে আছে।হাসপাতালে নিয়ে যাই।ডাক্তাররা জানান, আমার মেয়ে বেঁচে নেই’। ওমকারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।বোনকে খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেছে সে।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Gunship Battle-3D Game Hack