এক মুসলমানের ওপর অন্য মুসলমানের ছয়টি হক
(১) তুমি যখন তার সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে সালাম দেবে
(২) সে যখন তোমাকে নিমন্ত্রণ করবে তা গ্রহণ করবে
(৩) সে যখন তোমার মঙ্গল কামনা করবে, তুমিও তার মঙ্গল কামনা করবে
(৪) যখন সে হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, তখন তুমি ইয়ারহামুকাল্লাহ (আল্লাহ তোমার প্রতি রহমত করুন) বলবে
(৫) যখন সে অসুস্থ হবে তাকে, দেখতে যাবে
(৬) এবং যখন সে মারা যাবে, তখন তার জানাযায় অংশগ্রহণ করবে’
Comments
Post a Comment