প্রেমে পড়লে মানুষ যেই ১০ টি কাজ করে।


প্রেম স্বর্গীয় অনুভুতি।প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর ও কিউট অনুভূতি আর এই অনুভুতি পেয়ে আপনি বা আপনারা কি কি কাজ করেন তা আমরা একটু পরেই জানতে পারব।তাছাড়া এই প্রেমের থিম নিয়ে অনেক বই, গান, মুভি বের হয়েছে।চলুন দেখে আসি প্রেমে পড়লে মানুষ কি কাজ করে ১. যখন প্রেমে খারাপ সময় যায় তখন অনেক টিনেজাররা হাতের রগ কাটার চেষ্টা করে।এটা খুবই কমন ব্যাপারে পরিনত হয়েছে।যদিও এমন কাজ করা ঠিক না।অনেকে শুধু মাত্র প্রেমিকাকে ভয় দেখানোর জন্য এই রকম কাজ করে থাকে।মনে রাখবেন, হাতে কিছু গুরুর্তপুর্ন রগ আছে যা একবার কেটে গেলে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে ২. প্রেমে পরলে প্রথমে মানুষ যা করে তা হচ্ছে ভুলেও বাবা-মাকে জানতে দেয় না।কারন আপনার বাবা-মা যত ভাল হোক না কেন প্রেমের কথা শুনলে তারা তা ভাল চোখে দেখে না।আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার অবস্থা আরও খারাপ।প্রেমে করার সময় প্রেমিক-প্রেমিকার সাথে ঘর থেকে পালানো তখন খুবই স্বাভাবিক ব্যপার। ৩. প্রেমে পড়লে মানুষের যখন মন খারাপ থাকে তখন আমার মত এফ.এ সুমনের ‘মন মনিয়া’ গান শুনে আর মন ভাল থাকলে আরজিত সিংগের রোমান্টিক গান শুনে। ৪. কিছু কিছু প্রেমিক তাদের প্রেমিকার জন্য নিজেকে নতুন কোন স্থানে স্থাপন করতে চায়।এতে তাদের আর্থিক ক্ষতি বা ক্যারিয়ারের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।কিন্তু কে দেখে এই সব যখন কেউ প্রেমে পরে। ৫. অনেক ছেলেরাই মনে করে প্রেম করতে হলে রাশি রাশি টাকা খরচ করতে হয়।এই ধারনা সঠিক নয়।হ্যাঁ টাকা খরচ হয় কিন্তু কার পিছনে হয়?? আপনার-ই প্রেমিকার পিছনে টাকা খরচ হয়, অন্য কারও জন্য নয়।আর প্রেমে পড়লে ছেলেরা টাকা খরচ করে দামী দামী গিফট দিতেও দ্বিধাবোধ করে না। ৬. ভালবাসার মানুষের জন্য নিজের পছন্দ বিসর্জন দেয়া বাকি সব কাজের চেয়ে বেশি ক্রেজিয়েস্ট কাজ।মনে করেন আপনার প্রেমিকা গরুর মাংস পছন্দ করে না, সে আপনাকে বলল গরুর মাংস খাওয়া বন্ধ করতে।দেখেবেন আপনি পরের দিন থেকে আর গরুর মাংস খাবেন না। ৭. কিছু মানুষ ভালবাসার জন্য চাকরী পর্যন্ত ছেড়ে দেয়।এমনকি, তারা তাদের প্রেমিকার অফিসে কাজ করে যেখানে বেতন আগের কোম্পানির চেয়ে কম পায়।তারপরও সহ্য করে নেয়।শুধুমাত্র ভালবাসার জন্য। ৮. অনেকে বন্ধুদের কাছ থেকে দূরে সড়ে যায় ভালবাসার জন্য।বন্ধুদের সাথে আগের মত আড্ডা দিতে পারেনা।আর অনেকে অনেক কিছু মিস করে ভালবাসার জন্য। ৯. ছেলেরা আগেও চেয়ে আরও বেশি নিজেদের শরীরের প্রতি যত্নশীল হয়।নিয়মিত জিমে যায়, ভাল বডি বানায়।এককথায় সঠিক শরীর দিয়ে নিজেকে ভবিষ্যৎ বড় হিসেবে দেখাতে চায়। ১০. মেয়েরা দিন-রাত ২৪ ঘণ্টা ফোনে কথা বলে।এমনকি, যেকোনো কারনে ফোন রাখতে চায় না।সারারাত ফোনে কথা বলতে চায়।আসলে মেয়েরা কখনও কোনভাবেই ফোনে কথা বলা ছাড়তে চায় না।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Gunship Battle-3D Game Hack