ফেইসবুক ব্যাবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ টিপস

ইন্টারনেট ব্যবহারকারীর ৮০ শতাংশ মানুষই বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ব্যবহার করে।মতামত, ব্যক্তিগত তথ্য, পরামর্শ-নির্দেশনাসহ যাবতীয় যোগাযোগের অন্যতম প্লাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এই ভার্চুয়াল দুনিয়া।যারা এই সাইটে যথেষ্ট তৎপর নন তাদেরও অন্তত একটি করে অ্যাকাউন্ট আছে। হাজারো ব্যস্ততার মধ্যে ফেসবুকের সাথে সংযুক্ত থাকেন ব্যবহারকারীরা।কম্পিউটার, মোবাইল, আইপেডসহ বহু ডিভাইস দিয়ে স্ট্যাটাস আপডেট, ম্যাসেজিং, নোটিফিকেশন চেক করতে সার্বক্ষণিক লগইন থাকেন অনেকে।ব্যক্তিগত নয়, এমন ডিভাইস যেমন, অফিসে, বন্ধুর ল্যাপটপে বা কোথাও বেড়াতে গেলে হোটেলের ডেক্সটপ পিসিতে ফেইসবুক ব্যবহারের পর ভুলে লগআউট করা হয় না।তখনই পড়তে হয় নানা ধরণের বিপাকে।এতে নিজের ব্যক্তিগত তথ্য যেমন বেহাত হতে পারে, তেমনি কেউ একাউন্ট চালু থাকার সুযোগ নিয়ে বেআইনী কর্মকাণ্ড চালাতে পারে। এ অবস্থায় খুব সহজেই দূরে বসে একাউন্টটি লগআউট করা সম্ভব।সহজ উপায় হলো, ফেসবুকে লগইন করে সেটিং অপশনে গিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করার সময়, ‘Log me out of other devices’ এ ক্লিক করে submit করলেই সমস্যা সমাধান এবং আপনি যদি ফেসবুকের পাসওয়ার্ড অপরিবর্তিত রেখে অন্য ডিভাইস থেকে লগআউট করতে চান তাহলে প্রথমে ফেইসবুকে লগইন করে, একাউন্ট সেটিংসে গিয়ে ‘Security’ তে যেতে হবে security_settings_fb তারপর ‘Where You’re Logged In’ এ ক্লিক করতে হবে। এখানে যেখানে যেখানে কম্পিউটারে লগইন করা হয়েছে তা দেখাবে এবং কম্পিউটারের সময়, ডিভাইসের নাম, কোন শহর, কোন ব্রাউজার, কোন অপারেটিং সিস্টেম তা দেখাবে যেখান থেকে এবং যে ডিভাইস থেকে ফেইসবুক একাউন্টটি লগআউট করতে চান সেটিতে ‘End activity’তে ক্লিক করতে হবে। তাহলে ফেইসবুক একাউন্টটি অন্যান্য ডিভাইস থেকে লগআউট হয়ে যাবে এবার দেখায় ফেসবুক আইডি হ্যাক থেকে বাঁচার উপায় # ফেসবুক আইডিতে ব্যাবহার করা ই-মেইল এবং ফেসবুক আইডির পাসওয়ার্ড ভিন্ন রাখা হবে।হ্যাকাররা হ্যাকের পরই প্রথম লক্ষ থাকে ই-মেইল এড্রেসটা বদলে ফেলা।আর কোনোক্রমে ই-মেইল এড্রেসটি বদলে ফেলতে পারলে হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা খুবই কঠিন হয়ে যায়।কারণ হ্যাকিং হওয়ার পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার একমাত্র উপায় হলো ই-মেইল এড্রেস। # ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেয়ার প্রয়োজন হলে প্রথমেই লক্ষ রাখতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কী না।অনেক সময় কাছাকছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েব সাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায় facebook.com- এর পরিবর্তে যদি facebookie.com, facabook.com ইত্যাদি রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয়া যাবে না। # পাবলিক কম্পিউটারে বসলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে এবং পাবলিক কম্পিউটারে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেয়া যাবে না। # কখনও কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এ রকম ই-মেইলে পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না। # পাবলিক কম্পিউটারে বসলে কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে। # মেইলে আসা সফটওয়্যার না বুঝে সেট আপ দেয়া ঠিক না।অনেক সময় দেখা যায়,ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেট আপ ফাইল, যেটি সেটআপ দিলেই কম্পিউটারের পাসওয়ার্ড চলে যাবে দূর্বৃত্তদের কাছে। # হ্যাকার যদি ফিশিং বা অন্য কোনো উপায়ে আপনার পাসওয়ার্ড জেনেও যায় তাহলেও সে আপনার আইডির কোনো ক্ষতিই করতে পারবে না।এর জন্য প্রথমেই যা করতে হবে তা হল যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এআপনার মোবাইল নাম্বার দেওয়া না থাকে তবে তা দিন।এবার আপনার account settings এ যান।সেখানে Account Security এর পাশে লিখা change অপশনে ক্লিক করুন।এবার Login Notifications এর নিচে লিখা Send me a text message সিলেক্ট করুন।এতে করে যদি আপনার সব সময় ব্যাবহার করা ডিভাইস (যেমন আপনার নিজের কম্পিউটার, মোবাইল) ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগইন করা হয় তবে সাথে সাথে আপনার মোবাইলে বার্তা যাবে। এরপর Login Approvals এর নিচে লিখা Require me to enter a security code sent to my phone সিলেক্ট করুন এতে করে যদি আপনার সবসময় ব্যাবহার করা নিজের ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগইন করার চেষ্টা করা হয় তবে ফেসবুক একটি কোড চাইবে যা আপনার মোবাইলে মেসেজ করে পাঠানো হবে।কোডটি ছাড়া কোনভাবেই লগইন করা সম্ভব হবে না। # যদি ফেসবুক একাউন্টের পাসওয়ার্ড হ্যাক হয় এবং মেইল একাউন্টটি ঠিক থাকে তবে এই লিঙ্ক থেকে রিকয়েস্ট পাঠালে পাসওয়ার্ড সমাধান পাওয়া যাবে https://ssl.facebook.com /reset.php # যদি ওপরের লিঙ্কে কাজ না হয় তবে পাসওয়ার্ডটি পাওয়ার জন্য নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে।পরবর্তী নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে http://www.facebook.com/help/¬identify.php?show_for-m=hack_login_changed # যদি ই-মেইল এড্রেসটি পরিবর্তন হয়ে যায় তবে নিম্নলিখিত লিঙ্কে ক্লিক করতে হবে।ফর্মটি পূরণ করে পাঠালে ফেসবুকের কর্মকর্তারা যোগাযোগ করবে https://ssl.facebook.com /help/contact.php?show_form=ha cked_self_recovery আশাকরি এই পদক্ষেপ গুলো অনুসরণ করলে আপনি আপনার ফেসবুক আইডি নিরাপদে ব্যবহার করতে পারবেন। স্ক্রিন শট দেখতে দুটি ছবিতে ক্লিক করে দেখুন – সুরক্ষিত থাকুন।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Gunship Battle-3D Game Hack