কিছু কিছু মেয়েদের দেখে খুব আফসোস হয়।

বাস্তবতা – ১ তারা একটি ছেলেকে সহজেই disgusting কথাটা বলে ফেলে ! কারণ ছেলেটি খুব সহজ সরল ভাবে তাকে বলে ফেলেছিলো I Love U ! ছেলেটির নিরবে কাঁদে, মেয়েটি সেটা বোঝে না, বোঝার চেষ্টাও করে না ! কারণ ছেলেটি তো আর তার যোগ্য না !! সে তো handsonme না ! তার নেই সেই সামর্থ্য যে মেয়েটিকে একটি নামি-দামী রেস্টুরেন্ট এ নিয়ে গিয়ে,হাতে বড় একটি গোলাপের তোড়া দিয়ে বলবে I love U ! মেয়েটি ভাবে সে যদি এই ছেলেটার সাথে রিলেশান করে তাহলে বান্ধবীদের কিভাবে বলবে এই সহজ সরল ছেলেটি তার জীবনের সবকিছু ?? এটা তো তার মানসম্মানের দারুন ক্ষতি করবে !!! তার বান্ধবীরা তাকে বলবে,”কিরে এই বলদটা তোর Boy friend ??” মেয়েটি তো আর বলতে পারবে না তার boy friend ড্যাশিং !! চোখে সান গ্লাস পড়ে তো তাকে বাইক এ করে ঘুরতে নিয়ে যেতে পারবে না এই বলদ ছেলেটা !!! কিন্তু ছেলেটি তাকে সত্যি অনেক ভালোবাসত ! বাস্তবতা -২ তাই মেয়েটা খুজে বের করে ঠিক তার মনের মত একজনকে ! যে খুবি ড্যাশিং ! দেখতে Twilight মুভির এডওয়ার্ড এর মতো !!! কিন্তু কি জানেন ??? সেই ড্যাশিং ছেলেটা যখন মেয়েটাকে ধীরে ধীরে Disgusting মনে করতে শুরু করবে তখন মেয়েটির কেমন অনুভুতি হবে ??? সে কি তার ভুল বুঝতে পারবে ??? নাকি আরেকজনকে বেছে নিতেও দেরি করবে বা ?? আসলে দুটি প্রেক্ষাপটের প্রথমটি ছিলো উচ্চবিত্ত+মধ্যব িত্ত……….. .দ্বিতীয়টি উচ্চবিত্ত+উচ্চব িত্ত ! তবে আমি একটা কথা বলবো, মানুষের মনটাকে বোঝার চেষ্টা করুন,দেখবেন ভালোবাসা এমনিই তৈরি হয়ে যাবে*** অনেক সময় এই অসমতার মাঝেও অনেকে সত্যিকারের ভালোবাসাটা পেয়ে যায় ! তারা আসলেই খুবই ভাগ্যবান !

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Gunship Battle-3D Game Hack