সাপের সাথে সেলফি তুলে বিপাকে তরুণ!

বর্তমান সময়ে সেলফি একটি জনপ্রিয় ইস্যু।মানুষ যেখানে যাচ্ছে, যার সাথে মন চাচ্ছে সেলফি তুলছে।এক্ষেত্রে প্রিয় মানুষ, কবি, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গাইকা থেকে শুরু করে পশু-পাখি কোন কিছুই বাদ যাচ্ছে না। অনেকে আবার সুউচ্চ ভবনের মাথায় উঠেও সেলফি তুলছে।আমেরিকার এক তরুণ বিশাল আকৃতির এক সাপের সাথে সেলফি তুলতে গিয়ে বিপাকে পড়েছে।তার নাম ফাসলার।সাপের কামড়ের আহত হয়ে সে এখন সান দিয়াগো হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন।ইতোমধ্যে হাসপাতালটিতে তার চিকিৎসার বিল ১ লক্ষ ৫০ হাজার পাউন্ড ছাড়িয়েছে। চলতি মাসের শুরুতে সাপের কামড়ে আহত হন ফাসলার।তাকে এখন চিকিৎসা খরচ বাবদ গুনতে হচ্ছে ১ লক্ষ ৫৩ হাজার ১৬১ ডলার। ফাসলার বলেন, আমার সমস্ত দেহ কামড়ে ক্ষত-বিক্ষত করে দিয়েছে।সাপটি আমার শরীর সম্পূর্ণ অবশ করে দিয়েছে।আমার জিহ্বা মনে হয় আমার সাথে নেই। ফাসলার অনেক দিন ধরেই সাপ পুষতেন।তবে সাপের কামড় খাওয়ার পর তিনি পোষা সাপ বনে ছেড়ে দিয়েছেন ।

Comments

Popular posts from this blog

Wi-fi কিভাবে হ্যাক করা যায়

রুট কি ? রুট করলে লাভ বা ক্ষতি কি ? বুটলোডার কি?? কাষ্টম রম কি???

YouTube Premium Magisk Module