খালি চোখে শরীরের ভিতর দেখতে পায় যে মেয়ে

নাতাশার কল্যাণে রাশিয়ার অনেক ডাক্তারদের এক্স-রে করার খরচ, সময় ও ঝামেলা পোহাতে হচ্ছে না! কারণ, বোধহয় বিশ্বের একমাত্র ব্যক্তি হিসাবে নাতাশা মানব দেহের শরীরের ভিতর পর্যন্ত দেখতে পান। শুধু দেখাই নয়, কোনো অঙ্গে সমস্যা থাকলে সেটাও বুঝতে পারেন নাতাশা।নাশার পুরো নাম নাতালিয়া নিকোলায়েভনা দেমকিনা।১০ বছর বয়সে নাতাশা এই ‘দিব্য দৃষ্টি’র সত্য উদ্ঘাটন করেছিলেন।সালটা ১৯৯৭।এক দিন সকালে হঠাৎই মাকে দেখে আঁতকে ওঠেন তিনি। কারণ মায়ের শরীরের ভিতরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ তিনি পরিষ্কার দেখতে পাচ্ছিলেন।২০০৪ সালে তাকে নিয়ে ডিসকভারি চ্যানেল একটি তথ্যচিত্র বানায়।মার্কিন মুল্লুকে নিয়ে গিয়ে রীতিমতো পরীক্ষাও চালানো হয় তার ওপর। নাতাশা জানিয়েছেন, ‘আমার দুই রকমের দৃষ্টি রয়েছে।একটি স্বাভাবিক, অন্যটি এক্স-রের মতো।আর এই দুটির মধ্যে পরিবর্তন আনতে আমার বিশেষ কিছুই করতে হয়না।শুধু একটু মন দিয়ে ভাবতে হয়।তাহলেই আমি মানব দেহের ভিতর পর্যন্ত সমস্ত কিছু দেখতে পাই। তবে রোগ কীভাবে নির্ণয় করতে পারি সে সম্পর্কে আমার পরিষ্কার ধারনা নেই।তবে কোনো অঙ্গে কারও সমস্যা থাকলে তা থেকে একটি বিশেষ রেডিয়েশন অনুভব করি’ আর এই দৃষ্টি শুধুমাত্র দিনের বেলাতেই কাজ করে বলে জানান নাতাশা।

Comments

Popular posts from this blog

YouTube Premium Magisk Module

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?