রিলে কি? (What is relay) I রিলে কেন ব্যবহার করা হয় (Why relay is used) I রিলের প্রকারভেদ (Types of relay)
রিলে কি (What is relay) - রিলে একটি সুইচিং ডিভাইস। কারেন্ট যদি রিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন রিলের মধ্যে থাকা কয়েলটি ম্যাগনেটাইজড হয় এবং অন অফ সুইচিং এর কাজ করে সার্কিটকে নিয়ন্ত্রন ও কন্ট্রোল করা যায়। এছাড়া রিলেকে প্রটেকটিভ ডিভাইসও বলা হয় কারন জরুরী মুহুর্তে এটি সার্কিট, যন্ত্রাংশ বা ডিভাইসকে বন্ধ করে পুড়ে যাওয়া বা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। রিলে কিভাবে কাজ করে (How relay works) - প্রায় সব রিলেতেই দুইটি সোর্স পিন থাকে এবং সেই সোর্স পিনে কয়েল যুক্ত থাকে। যদি এই কয়েলে ভোল্টেজ প্রদান করা হয় তখন এই কয়েলে এ ম্যাগনেট তৈরি হয়। ম্যাগনেট তৈরি হওয়ার ফলে পাশে থাকা লোহার পাতকে সেই কয়েলটি আকর্ষন করে এবং টান দেয়। এতে সুইচটি অনহয়। এবং ভোল্টেজ সরালে পাতটি আবার ছেড়ে দেয় এতে সুইচ অফ হয়। তাই এ থেকে বোঝা যায় ম্যাগনেটাইজড এর মাধ্যমে সুইচিং এর কাজ করে। উদাহরনস্বরুপ যদি ডিসি ১২ ভোল্ট দিয়ে একটি সার্কিট পরিচালনা করি এবং এই সার্কিট দিয়ে আমরা ২২০ ভোল্টের কোন ইলেক্ট্রিক্যাল ডিভাইসকে অনঅফ করতে চাই তবে তা সম্ভব হবে না। এক্ষেত্রে আমরা ডিসি ১২ ভোল্ট দিয়ে রিলে অপারেট করে ২২০ ভোল্টের ইলেক্ট্রিক্যাল ...