Xiaomi রেডমি ফোনে Don't Cover the earphone area কিভাবে ঠিক করবেন???

রেডমি ফোনের অনেক সমস্যার মধ্যে Don't Cover the earphone area এটা একটা কমন সমস্যা।
রেডমি ফোন ব্যবহারকারী প্রায় অনেকেই রেডমির এর ইন্টারফেসের মুখোমুখি হয়েছেন।
অনেকে বিভিন্ন ভাবে সমাধান করার চেষ্টা করেছেন।
কিন্তু অনেকেই এটা কি এবং এটা কিসের জন্য হয় বা এটা কিভাবে অফ করতে হয় তা জানেন না।
তাই আজকের ট্রিকস রেডমি ফোনের Don't Cover the earphone area সমস্যা টা সমাধানের।।।
আপনারা জানেন ফোনে অনেকগুলো সেন্সর ব্যবহার করা হয়।
তারমধ্যে সামনের ক্যামেরার পাশে একটা উল্লেখযোগ্য।
এই সেন্সরের কাজ আপনি যখন ফোন কল রিসিভ করে কানে চেপে ধরেন তখন এই সেন্সর স্ক্রিন অফ করে দেয়।
যার ফলে আপনার ফোন কানের স্পর্শ পেয়ে ডিসপ্লে কাজ করতে না পারে।
অনেক সময় ময়লা জমে বা ঘাম লেগে সেন্সর এ ব্যাঘাত ঘটায় বা বেশিক্ষণ এই এরিয়াটা পকেটে রাখার ফলে সেন্সর অলটাইম অন হয়ে থাকে তখন ফোন অটোমেটিক ভাবে এই ফিচারটা আপনাকে দেখায়।
এটা অফ করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না বা কোনো সফটওয়্যার ইনষ্টল করতে হবে না।
এই ইন্টারফেস টা যখন দেখাবে তখন আপনার ফোনের ভলিউম আপ বাটনে একবার প্রেস করবেন।
ব্যস এটা আর আসবে না।

Comments

Popular posts from this blog

বৈদ্যুতিক ফ্যান আস্তে চালালে বিদ্যুৎ খরচ কম আর জোরে চালালে কি বেশি খরচ হয়?

Custom Rom(কাষ্টম রম) কি? কিভাবে নিজেই এন্ড্রোয়েড এ কাস্টম রম ইন্সটল করবেন।।।

Best Custom ROM for Xiaomi Redmi Note 8