MD IMRAN Hossen/মোঃ ইমরান হোসেনের জীবনী
My Life/আমার_জীবনী আমার নাম মোঃ ইমরান হোসেন।আমার জন্ম ১৯৯৭ সালের ১৫ অক্টোবর।আমি ছোটবেলা থেকেই একটু ভিন্ন রকমের ছিলাম।গ্ৰামে থাকতাম বলে আর ১০ বা ১২ ছেলের মতো ভালো চালাক ছিলাম না। আমি খুব গরিব ঘরের ছেলে।বাবা পরিবারের সব চাহিদা পূরণ করার চেষ্টা করতো।আমার এখনো মনে আছে ছোটবেলায় একবার আমার লিভারে সমস্যা হয়েছিল।ভালো চিকিত্সা করাতে পারেনি।আব্বু একটি ছোটখাট দোকান পরিচালনা করতো আর আম্মু বাসায় ছোটভাই,ছোটবোন ও আমায় নিয়ে থাকতো।আমি ছোটবেলায় আমার আম্মুকে খুব কষ্ট দিতাম না।আমরা একসাথে খেলা করতাম।প্ৰায়ই আমাদের মাঝে মারামারি হতো ।এরকম আরো অনেক ঘটনা মনে পরে।জন্মের পর নানুকে চোখে দেখিনি কিন্তু নানি এখনো বর্তমান আছে।এদিকে দাদা-দাদিকেও জন্মের পর দেখিনি।আব্বুরা দুই ভাই এবং তিন বোন ছিলেন।তাদের মধ্যে দুই ফুফু ছাড়া অন্যদের সাথে সম্পর্ক ভালো ছিলো না।তখনকার একটি ঘটনা আজও মনে পড়ে।একবার ১১ কিংবা ১২ বছরের সময় ফুফু বাড়িতে বেড়াতে গেলাম।আমি বড়া পিঠা খেতে চাইলাম।দেখি আধা ঘন্টার মধ্যে ফুফু পিঠা তৈরি করে আমাকে খেতে দিলো।তারপর হঠাৎ কয়েকদিন পর শুনলাম সেই ফুফু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।