মুসলমানের বিয়েতে যেসব বিষয় ইসলাম সমর্থন করে না।
ইমাম রাগিব বলেন, বিয়েকে দুর্গ বলা হয়েছেকেননা (বিয়ে) স্বামী-স্ত্রী উভয়কে সব ধরনের লজ্জাজনক কাজ থেকে দুর্গবাসীদের মতই বাঁচিয়ে রাখে(মুফরাদাত) তবে এই পবিত্র কর্ম পালন করতে গিয়ে মাঝে মাঝে কিছু কু-প্রথা মানা হয়, যা কিনা অনুচিতআসুন নবীগণের (আলাহিসসালাতু আসসালাম) এই সুন্নাতকে সুন্নাত তরীকায় পালন করি বিবাহে প্রচলিত কু-প্রথা: ১. চন্দ্র বর্ষের কোন মাসে বা কোন দিনে অথবা বর/কনের জন্ম তারিখে বা তাদের পূর্ব পুরুষের মৃত্যুর তারিখে বিয়ে-শাদী হওয়া অথবা যেকোনো শুভ সৎ কাজ করার জন্য ইসলামী শারী’য়াতে বা ইসলামী দিন তারিখের কোন বিধি নিষেধ নেয়বরং উপরিউক্ত কাজগুলো বিশেষ কোন মাসে বা যে কোন দিনে করা যাবে না মনে করাই গুনাহ ২. বিয়ে উৎসবে অথবা অন্য যেকোনো উৎসবে পটকা-আতশবাজি ফুটান, অতিরিক্ত আলোকসজ্জা করা, রংবাজী করা বা রঙ দেয়ার ছড়াছড়ি ইসলামের দৃষ্টিতে অবৈধ ও অপচয় আল্লাহু-তা’য়ালা বলেনঃ “নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাইআর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ” (বানী ইসরাঈল-২৭) ৩. বাঁশের কুলায় চন্দন, মেহদি, হলুদ, কিছু ধান-দুর্বা ঘাস কিছু কলা, সিঁদুর ও মাটির চাটি নেয়া হয়মাটির চাটিতে তেল নিয়ে আগুন জ...